হতশ্রী ব্যাটিং, আশা পেস বোলিংয়ে

প্রকাশ: নভেম্বর ২৬, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 ক্রিকেটের আসল মজা টেস্টে ইতিহাসের পাতায় অমর হতে চাইলে ফরম্যাটে নিজেকে প্রমাণ করার বিকল্প নেই সাদা জার্সির লড়াইয়ে বাংলাদেশ প্রথম মাঠে নামে ১৯ বছর আগে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পায়ের নিচে মাটি খুঁজে বেড়াচ্ছে দলটি দেশের মাটিতে মুখস্থ টোটকা দিয়ে সাফল্য পেলেও টেস্ট মেজাজ বিবেচনায় সেসবের গুরুত্ব কতটুকু, সে প্রশ্ন থেকেই যায়

বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সে ঠিক চোখ মেলে তাকানো মুশকিল যেখানে কেবলই ব্যর্থতার ইতিহাস দু-একটি সাফল্য এলেও তা উজ্জ্বল ব্যতিক্রম হয়ে আছে সর্বশেষ ভারত সফরে ফের প্রশ্নবিদ্ধ বাংলাদেশের টেস্ট সামর্থ্য দুই ম্যাচের সিরিজে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ প্রথমটিতে ইনিংস ১৩০ রানে এবং পরেরটি হেরেছে ইনিংস ৪৬ রানে

বিশ্বকাপের পর থেকেই উল্টোরথে যাত্রা শুরু হয় বাংলাদেশের বড় ধাক্কাটা আসে চট্টগ্রামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলে এরপর ভারত সফরের আগ মুহূর্তে শুরু হয় ক্রিকেটারদের আন্দোলন সেটি থামতে না থামতেই সাকিব আল হাসানের ওপর নেমে আসা নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের ভিত নাড়িয়ে দেয় সাকিবকে ছাড়াই ভারত সফরে যেতে হয় বাংলাদেশকে ব্যক্তিগত কারণে আগেই সরে যান তামিম ইকবাল এর মাঝে ভারতে যাওয়ার আগের রাতে সিদ্ধান্ত হয় কলকাতায় দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারেও সব মিলিয়ে ব্যর্থতার চূড়ান্ত শঙ্কা নিয়েই ভারতে উড়াল দেয় বাংলাদেশ

ধারার বিপরীতে প্রথম টি২০ জিতে চমকও দিয়েছিল বাংলাদেশ কিন্তু সাফল্য বলতে ওইটুকুই পরের দুই টি২০- হেরে হাতছাড়া হয় সিরিজ এরপর চ্যালেঞ্জ ছিল টেস্টে যদিও ভালো কিছুর প্রত্যাশা ছিল সামান্যই শুরু থেকেই ইঙ্গিত ছিল অসম লড়াইয়ের বাস্তবে হয়েছেও তাই দুই টেস্ট মিলিয়েও পাঁচদিন খেলতে পারেনি বাংলাদেশ প্রথম টেস্ট শেষ হয় আড়াই দিনে, পরেরটি সোয়া দুদিনে ভারতের সামনে একেবারে নতজানু আত্মসমর্পণ যেন ক্রিকেট খেলতেই ভুলেই গেছে বাংলাদেশ যতটুকু চেষ্টা তা দেখা গেছে পেসারদের পক্ষ থেকেই কিন্তু আগে ব্যাটিং করে দুই টেস্টেই প্রথম ইনিংস শেষে নির্ধারিত হয়ে যায় ম্যাচের ফল তাই পেসারদের পাওয়া সাফল্যগুলো শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি দলের এমন ব্যর্থতার দায়ের বেশির ভাগই তাই ব্যাটসম্যানদের বিশেষ করে টপঅর্ডারের পারফরম্যান্স ছিল শোচনীয় দায় আছে ম্যানেজমেন্টেরও সফরের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল ভুল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫