প্রতিযোগিতা আইন বাস্তবায়নে সহযোগিতা করবে জাপান

প্রকাশ: নভেম্বর ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রতিযোগিতা আইন বাস্তবায়নে সহযোগিতা করবে জাপান ফেয়ার ট্রেড কমিশন (জেএফটিসি) গতকাল বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে জেএফটিসি ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভায় একথা বলা হয়।

গতকালের সভায় জাপান ফেয়ার ট্রেড কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সুয়াজোনো সাদাকির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের নেতৃত্বে কমিশনের সদস্য ও কর্মকর্তাসহ বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ট্যারিফ কমিশন, বিএফটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫