সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে আইসিসি বাংলাদেশ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০১৯

সাবেক জাতিসংঘ মহাসচিব ও অ্যাডাপটেশন গ্লোবাল কমিশন চেয়ারম্যান বান কি মুনের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় মাহবুবুর রহমান তাকে আইসিসি ও আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বান কি মুনের সময়কালে জাতিসংঘ একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেয়ায় মাহবুবুর রহমান তাকে ধন্যবাদ জানান। বান কি মুন আইসিসি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান। সাবেক জাতিসংঘ সভাপতি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সতর্ক থাকার জন্য বলেন এবং আশা প্রকাশ করেন, বিশ্বনেতারা বিশ্বব্যাপী দূষণ কমাতে সর্বশক্তি প্রয়োগ করবেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫