ফেনীতে ২ মণ পিরানহা জব্দ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: নভেম্বর ২৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ফেনী

 ফেনীতে বিক্রয় নিষিদ্ধ দুই মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে গতকাল ফেনী পৌর মত্স্য আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. খোরশেদ আলম মিস্টার নামে এক আড়তদারকে হাজার টাকা জরিমানা করা হয়

ফেনীর সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল দুপুরে পৌর মাছ আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় সময় মেসার্স পদ্মা মাছের আড়ত থেকে বিক্রিয় নিষিদ্ধ ৮০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয় একই সঙ্গে ওই আড়তের স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম মিস্টারকে নিষিদ্ধ মাছ সংরক্ষণ, মজুদ বিক্রির দায়ে মত্স্য সংরক্ষণ আইনের আওতায় হাজার টাকা জরিমানা করা হয়

অভিযানকালে সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, ফেনী জেলা মত্স্য দপ্তরের হিসাবরক্ষক মো. মোশাররফ হোসেন, ক্ষেত্র সহকারী মো. ইয়াছিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মনিরুজ্জামান নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মত্স্য রক্ষা আইন, ১৯৫০-এর () ধারায় হাজার টাকা জরিমানা আদায় দুই মণ মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫