বুধবার নেপাল যাবে ফুটবল দল

প্রকাশ: নভেম্বর ২৫, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস ফুটবলার ছাড়তে অস্বীকৃতি জানানোয় গত সপ্তাহে এসএ গেমস ফুটবলের প্রস্তুতি ভেস্তে গেছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা কঠোর অবস্থান থেকে সরে আসায় সে সংকট কেটে গেছে। আগামীকাল অলিম্পিক দলে যোগ দিচ্ছেন কিংসের আট ফুটবলার। পরদিন নেপাল যাবে ফুটবল দল।

গেমসের স্বর্ণপদক পুনরুদ্ধারের মিশনে বৃহস্পতিবার প্রস্তুতি শুরুর পরিকল্পনা ছিল। প্রাক মৌসুম প্রস্তুতির কারণে বসুন্ধরা কিংস ৩০ নভেম্বরের আগে ফুটবলার ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল। ফুটবলের সূচি চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই সংকট নিরসনের কথা জানিয়েছিলেন। সে উদ্যোগের পর বসুন্ধরা কিংস জাতীয় স্বার্থে ফুটবলারদের ছাড়তে সম্মত হয়। বুধবার ফুটবল দল নেপাল যাবে। বিষয় নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু গণমাধ্যমকে জানান, মঙ্গলবার অলিম্পিক দলের ক্যাম্পে উঠছেন বসুন্ধরা কিংস ফুটবলাররা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫