যশোর কাস্টম কর্মকর্তাদের দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসে কর্মকর্তাদের দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল প্রশিক্ষণের উদ্বোধন করেন যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কাস্টমসের উপকমিশনার মো. আবদুল আলীম, কুষ্টিয়ার সহকারী কমিশনার নূরুল বাসির, দর্শনা শুল্কস্টেশনের সহকারী কমিশনার মির্জা রাফেজা সুলতানা, ঝিনাইদহ কাস্টমসের সহকারী কমিশনার বায়জিদ হোসেন, ফরিদপুর কাস্টমসের সহকারী কমিশনার নেয়ামুল হাসান, মাগুরা বিভাগীয় কাস্টমসের সহকারী কমিশনার হাবীবুর রহমান ও কাস্টম ভ্যাটের যশোর সদর দপ্তরের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণে অনলাইনে ভ্যাট আদায় ও আইটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫