থাইল্যান্ডের সঙ্গে শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা স্থগিত শ্রীলংকার

প্রকাশ: নভেম্বর ২৫, ২০১৯

থাইল্যান্ডের রোজানা শিল্প পার্কের সঙ্গে একটি শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা স্থগিত করেছে শ্রীলংকা। একটি বেসরকারি কোম্পানিকে আগে ইজারা দেয়া জমি থেকে দখলচ্যুত করার প্রচেষ্টা আদালত বাতিল করায় পরিকল্পনাটি রদ করতে হয়েছে দেশটিকে।

প্ল্যানটেশন কোম্পানি হোরানা প্ল্যানটেশনসের মামলার পর পরিকল্পনা স্থগিত করার তথ্য নিশ্চিত করেছেন শ্রীলংকার বিনিয়োগ বোর্ডের এক কর্মকর্তা। তিনি জানান, জমি পেতে দেরি হওয়ায় থাই বিনিয়োগকারীরাও অসন্তোষ প্রকাশ করেছেন।

হোরানা প্ল্যানটেশনস জানিয়েছে, ভূমি মন্ত্রণালয় ইজারাকৃত জমি থেকে দখলচ্যুত করার চেষ্টা করলে কোম্পানি আদালতে মামলা দায়ের করে। যার পরিপ্রেক্ষিতে একটি স্থগিতাদেশ দিয়েছেন আদালত। অক্টোবরে ফাইলিং অনুসারে, ভূমি মন্ত্রণালয় কালুতারা জেলার মিলেনিয়ার নিকটবর্তী হোরানা প্ল্যানটেশনসের ২৪২ একর নিউচেতাল এস্টেটের রাবার চাষের জমি সরকারি কাজে অধিগ্রহণের চেষ্টা করে।

উল্লেখ্য, ২০১৭ সালে রোজানা প্রকল্পটির পরিকল্পনা প্রকাশ করা হয়। প্রকল্পটি থেকে ৫০ কোটি ডলার  এফডিআই আশা করা হয়েছিল।

            সূত্র: ইকোনমি নেক্সট


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫