হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি হিলি

ভারতের হিলি কাস্টমসে সার্ভার না থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সার্ভার না থাকায় গতকাল বেলা সোয়া ৩টা থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হয় অনলাইনের মাধ্যমে। গতকাল বেলা সোয়া ৩টায় ভারতের হিলি কাস্টমসের সার্ভার বন্ধ হয়ে যায়। এতে ওই সময়ের পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫