পাবনায় জমি নিয়ে বিরোধে শিক্ষককে পিটিয়ে হত্যা

প্রকাশ: নভেম্বর ২৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

 জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গতকাল সকাল ৭টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামে ঘটনা ঘটে নিহত শিক্ষকের নাম আশরাফ আলী (৪৫) তিনি একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে আশরাফ আলী ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে আশরাফ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বিরোধপূর্ণ জমি নিয়ে গতকাল সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সঙ্গে তার কথাকাটাকাটি হয় একপর্যায় লাঠি দিয়ে শিক্ষক আশরাফ আলীকে বেধড়ক মারপিট করেন আফজাল এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে নিহতের স্বজন স্থানীয়রা গিয়ে মরদেহটি উদ্ধার করেন

নিহত আশরাফ আলীর ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল নিয়ে গতকাল সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সঙ্গে তার বাবার কথাকাটাকাটি হয় একপর্যায় আফজাল লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেন

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে

তিনি আরো জানান, ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে মামলার পর দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫