বোমা বিস্ফোরণে নিহত ৩ কলম্বিয়ান পুলিশ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি থানার পাশে শুক্রবার বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা এদিকে দেশটির রাজধানী বোগোটায় কয়েক দিন ধরে জমায়েত হতে থাকে হাজার হাজার বিক্ষোভকারী গত পরশু পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে সেখানে লুটপাট শুরু হয় এমন সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে খবর গার্ডিয়ান

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রদেশ কাউকায় অন্য এক ঘটনায় আরো ১০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশের একটি সূত্র প্রদেশটি মাদক চোরাকারবার সহিংসতার জন্য কুখ্যাত

অন্যদিকে ওই দিনের ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে কোনো সশস্ত্র বাহিনীকে (গ্রুপ) দায়ী করেনি স্থানীয় পুলিশ তবে ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পুলিশের

এদিকে দেশটির প্রেসিডেন্ট আইভান ডিউকের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভে অংশ নিতে বৃহস্পতিবার প্রায় ২৫ হাজার বিক্ষোভকারী শহরটির রাজধানীতে জমায়েত হয় কিন্তু পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে তিন ব্যক্তির মৃত্যু হলে বিক্ষোভ কিছুটা শিথিল হয়ে এলেও শুক্রবার নতুন বিক্ষোভ দেখা দেয় নতুন বিক্ষোভ চলাকালেই ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫