ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশকালে আটক ২১

প্রকাশ: নভেম্বর ২৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি,ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১জনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এতথ্য জানানো হয়।

খালিশপুর বিজিবি-৫৮ উপ-অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩এর ১১(গ) ধারায় আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিজিবি’র নিয়মিত টহল দেয়ার সময় ঝিনাইদহের মহেশপুর বিওপি’র ১শ’ থেকে দেড়শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে নিশ্চিন্তপুর কালভার্টের পাশ থেকে ভোর ৫টার দিকে ১৬ এবং জলুলি বিওপি’র মগদাশপুর মাঠ থেকে ৫জন সহ মোট ২১জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে।

তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫