শাহ আমানতের শৌচাগার থেকে ৭০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ: নভেম্বর ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে মোড়ানো কেজি ১৬৪ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে গতকাল বেলা ১টার দিকে শৌচাগারের কমোডের পাশে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব বার উদ্ধার করা হয় উদ্ধার হওয়া স্বর্ণের বারের বাজারমূল্য আনুমানিক কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে মাসকট থেকে সালাম এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজ অবতরণের পর কাস্টমসের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় সময় দ্বিতীয় তলার শৌচাগারের কমোডের পাশে মেঝেতে কালো পলিথিন মোড়ানো একটি পুঁটলি দেখতে পান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সময় জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিয়ে ওই পুঁটলি খুলে ৭০টি স্বর্ণের বার জব্দ করেন

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বাবুল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে বলেন, গতকাল দুপুরে শৌচাগারের কমোডের পাশে কালো পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় কেজি ১৬৪ গ্রাম বার উদ্ধার করা হয়েছে বারগুলো আনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে

এর আগে গতকাল ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ২৯ জন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের হাজার ১৮৩ কার্টন সিগারেট জব্দ করা হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫