ইউরোপিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে বিজনেস বাজ অনুষ্ঠিত

প্রকাশ: নভেম্বর ২৩, ২০১৯

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদে সম্প্রতি ইইউবি বিজনেস বাজ অনুষ্ঠিত হয় এছাড়া সাধারণ জ্ঞানবিষয়ক প্রতিযোগিতা সাম্প্রতিক বিশ্ব কুইজ আয়োজন করা হয় যুবসমাজের উদ্ভাবনীমূলক আধুনিক মুক্ত চিন্তার বিকাশের কথা বিবেচনায় রেখে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ইভেন্টের শেষ সংযুক্তি হিসেবে যুক্ত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত রেজিস্ট্রার এএফএম গোলাম হোসেন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী ডিন . ফারজানা আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইউ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক . মকবুল আহমেদ খান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাত্র-ছাত্রীরা

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী তাদের মধ্যে যারা খুব ভালো করেছে, তাদের পুরস্কৃত করা হচ্ছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯১২ সালে প্রতিষ্ঠিত একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় স্বল্পতম সময়ের মধ্যে প্রায় ১০০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সারিতে চলে এসেছে বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫