খুলনায় বাস চলাচল স্বাভাবিক

প্রকাশ: নভেম্বর ২২, ২০১৯

বণিক বার্তা অনলাইন

খুলনায় অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্বাভাবিক হয়েছে বাস চলাচল। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত ১৮ নভেম্বর পরিবহন ধর্মঘট শুরু করে বাসচালক ও পরিবহন শ্রমিকরা।

পাঁচদিন পর বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই খুলনা নগরের সোনাডাঙ্গার আন্তজেলা বাস টার্মিনালে বিভিন্ন সড়কের যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নূরুল ইসলাম বেবী বলেন, আমরা ঢাকায় ফেডারেশনের বৈঠকে সড়ক পরিবহনের নতুন

আইনটি সম্পর্কে আলোচনা করছি। আইনের মধ্যে চার পাঁচটি ধারা সংশোধন করা প্রয়োজন হবে। আমরা বাতিলের কথা বলছিনা। এই সংশোধন  করার জন্য কি করা প্রয়োজন আমরা তাই নিয়ে আলোচনা করেছি।

এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়। আজ সকাল থেকে খুলনার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল স্বাভাবিক  রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫