সড়ক আইন সংশোধনের দাবিতে ধর্মঘট

স্থবির ফরিদপুর নৌবন্দর কর্মহীন হাজারো শ্রমিক

প্রকাশ: নভেম্বর ২২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ফরিদপুর

 সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হলেও ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক হয়নি  গতকাল সকাল থেকে যাত্রী পণ্যবাহী পরিবহন চলাচল করেনি বলেই চলে

শ্রমিকদের ধর্মঘটের কারণে ফরিদপুরের একমাত্র নৌবন্দরটি স্থবির হয়ে পড়েছে এতে কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক

গতকাল ফরিদপুর সিএনবি ঘাট (নৌবন্দরে) গিয়ে দেখা যায়, গত তিনদিন ট্রাক ধর্মঘটের কারণে বন্দরে আসা পণ্যবাহী জাহাজ মালপত্র নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে অন্যদিকে সময়মতো পণ্য খালাস করতে না পেরে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের

কার্গো জাহাজ এমভি ওয়াটার হেনের চালক আতিয়ার হোসেন জানান, তিনদিন হলো বন্দরে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে এসেছি কিন্তু ধর্মঘটের কারণে ট্রাকে পণ্য তুলতে পারছি না বিলম্বের কারণে প্রতিদিন আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে

ইউরিয়া সার নিয়ে ফরিদপুর নৌবন্দরে এসে বিপাকে পড়েছেন জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ হাকিম তিনি বলেন, চট্টগ্রাম থেকে সার নিয়ে তিনদিন আগে ফরিদপুর নৌবন্দরে এসেছি বন্দর থেকে ইউরিয়া সার ট্রাকে করে সরকারি গুদামে নেয়া হবে সেখান থেকে ডিলাররা বিভিন্ন জেলায় নিয়ে যাবেন কিন্তু ধর্মঘটের কারণে সেটি সম্ভব হচ্ছে না

বন্দরের শ্রমিকরা জানান, ধর্মঘটের কারণে আমাদের কাজ বন্ধ রয়েছে তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন

বন্দরের হাজি শিপিং লাইন্সের মালিক রেজাউল কমির বলেন, ট্রাক চলাচল না করায় পণ্য পরিবহন বন্ধ রয়েছে কিন্তু প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হচ্ছে ধর্মঘটের কারণে আমার মতো অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫