যশোরে জেএমবির শিশুসদস্যের ২২ বছরের কারাদণ্ড

প্রকাশ: নভেম্বর ২২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোরে অস্ত্র বিস্ফোরক মামলায় জেএমবির শিশুসদস্য শহিদুল্লাহকে (২২) ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত গতকাল শিশু আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল--এর বিচারক মাহমুদা খাতুন আলাদা রায় ঘোষণা করেন শহিদুল্লাহ মোল্লারহাটের গড়কা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৩ সালে মার্চ মাটিকুমড়া গ্রাম থেকে গুলি, তাজা বোমাসহ জাহিদুল ইসলাম সুমন শহিদুল্লাহকে আটক করে পুলিশ ঘটনায় কনস্টেবল আব্দুল কুদ্দুস বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক আইনে পৃথক মামলা করেন মামলার তদন্ত শেষে ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অস্ত্র বিস্ফোরক আইনে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত শহিদুল্লাহ শিশু হওয়ায় নথি বিভাজন করে তার বিচার আলাদা করে করা হয়

মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে অস্ত্র মামলার পৃথক ধারায় ১৭ বছর বিস্ফোরক মামলার পৃথক ধারায় আরো পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫