নিত্যপ্রয়োজনীয় পণ্যবাজার নিয়ে এফবিসিসিআইয়ের গোলটেবিল বৈঠক ২৪ নভেম্বর

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী যেমন চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোলট্রির বাজার নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করছে এফবিসিসিআই।

২৪ নভেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠেয় এ বৈঠকে এসব পণ্যের বছরব্যাপী চাহিদা, বাংলাদেশে উত্পাদন, আমদানি, মজুদ ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ বৈঠকে অংশ নেবেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫