বগুড়া-রহনপুর ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন হচ্ছে

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যু সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ভারত থেকে আমদানির অপেক্ষায় থাকা বিদ্যু দেশে সঞ্চালন করা এবং সামগ্রিক সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালী করতে এ লাইন নির্মাণ করা হচ্ছে।

গতকাল পিজিসিবির প্রধান কার্যালয়ে কাজটির জন্য ভারতীয় প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে পিজিসিবি।

বগুড়া থেকে রহনপুর পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য হবে ১০৪ কিলোমিটার। নিকটবর্তী গ্রিড উপকেন্দ্রে বিদ্যু সঞ্চালন করতে এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট কাজ হিসেবে ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন ১১ কিলোমিটার এবং ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন ২৭ কিলোমিটার সঞ্চালন লাইনও নির্মাণ করা হবে।

গতকাল স্বাক্ষরিত কাজের চুক্তিমূল্য প্রায় ৫১৩ কোটি টাকা। উন্নয়ন-সহযোগী সংস্থা এডিবি, পিজিসিবি ও বাংলাদেশ সরকার সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫