দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর

চবিতে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি চবি

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী মোরশেদুল আলম রিফাতকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . শিরীণ আখতার নির্বাহী ক্ষমতাবলে আদেশ দেন ১৪ নভেম্বর থেকে বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলেও জানা যায়

মোরশেদুল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের কর্মী হিসেবে পরিচিত

গত মঙ্গলবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান তিনি বণিক বার্তাকে বলেন, এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মোরশেদুলকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে আদেশ দিয়েছেন বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির পরবর্তী সভায় বিষয়টি রিপোর্ট করা হবে

এর আগে ১০ নভেম্বর রাতে গায়ে কনুই লাগায় শুক্কুর আলম নামে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মী মোরশেদুল আলম রিফাতের বিরুদ্ধে ঘটনার বিচারের দাবিতে ওইদিন রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহ্রাওয়ার্দী হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরদিন ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দেয়া হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫