ভারতে অনুপ্রবেশ

দেশে ফেরার পর নারী ও শিশুসহ গ্রেফতার ৫৪

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দালালসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে গত মঙ্গলবার গভীর রাতে বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি

বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুলসংখ্যক লোক অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী-পুরুষ শিশুকে আটক করে

তিনি বলেন, বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে দালালসহ পাঁচজনকে আটক করে বিজিবি আটক পাচারকারী আলমগীর হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে

অন্যদিকে খুলনা বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন বলেন, ভারত থেকে অবৈধপথে বিপুলসংখ্যক নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী-পুরুষ শিশুকে আটক করা হয় আটকদের বিরুদ্ধে গতকাল মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫