ইডেনে দ্বিতীয় টেস্ট শুরু কাল

গোলাপি জ্বরে কাঁপছে কলকাতা

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 ২৯ অক্টোবর সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উত্তেজনার মধ্যেই বোর্ডের পক্ষ থেকে অন্য রকম একটি সিদ্ধান্তের কথা জানা গিয়েছিল কলকাতায় গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি বাংলাদেশ মূলত বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই কলকাতা টেস্টকে গোলাপি রঙে রাঙানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিন্স অব ক্যালকাটা খ্যাত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কেবল দিবা-রাত্রির টেস্ট আয়োজনেই নিজের কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি ইডেন গার্ডেনের মুকুটে একের পর এক পালক লাগানোর সিদ্ধান্ত নেন যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করবেন ম্যাচের উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রথম টেস্ট দলের বেশির ভাগ সদস্য থাকবেন ভারতের নানা পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিরাও এমনকি রোমাঞ্চিত সৌরভ জানিয়েছেন,  কলকাতা টেস্টের প্রথম চারদিনের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ সব মিলিয়ে ইডেনে বাংলাদেশের প্রথম টেস্টটি হতে যাচ্ছে স্মরণীয় এক আনন্দযজ্ঞ

টেস্ট ম্যাচ সামনে রেখে পুরো কলকাতা রাঙানো হয়েছে গোলাপি রঙে বিশেষ করে ইডেনের যেখানেই চোখ যাচ্ছে, সবই রাঙানো গোলাপি আভায় এদিকে বর্তমান থেকে সাবেক সব ক্রিকেটারেরই চোখ এখন ইডেনের দিকে গোলাপি বলের ম্যাচ ঘিরে উত্তাপও এখন তুঙ্গে গোলাপি বলে টেস্ট ক্রিকেটের লড়াই কেমন হতে পারে, তা নিয়েও চলছে নানা ধরনের ভবিষ্যদ্বাণী

এরই মধ্যে ইঙ্গিত পাওয়া গেছে, বাংলাদেশের জন্য ইডেন প্রস্তুত হচ্ছে সুইংয়ের ডালি নিয়ে বলের পালিশ বিবেচনা করে উইকেটে রাখা হয়েছে ঘাসের ছোঁয়া, যা নিশ্চিতভাবেই সুবিধা দেবে পেসারদের যদিও কিউরেটরের দাবি উইকেট থেকে সবাই সুবিধা পাবে তবে প্রথম টেস্টে দুই পেসার নিয়ে খেলে আফসোস করা বাংলাদেশের স্কোয়াডে এবার হয়তো তিন পেসারের দেখা মিলবে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, দলে আসতে পারেন পেসার আল আমিন হোসেন কিংবা মুস্তাফিজুর রহমান এদের মধ্যে অবশ্য আল আমিনের দলে আসার সম্ভাবনাই বেশি বলে শোনা যাচ্ছে

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫