ছিটকে গেলেন সাইফ হাসান

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 ইন্দোর টেস্টে চূড়ান্ত ব্যর্থ ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ইমরুল কায়েস গুঞ্জন ছিল দুজনের যে কারো বদলে কলকাতা টেস্টে দলে আসতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান কিন্তু সাদা জার্সিতে সাইফের অভিষেক আরো পিছিয়ে গেল চোটের কারণে ইডেনের ঐতিহাসিক টেস্ট খেলতে নামার সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ব্যাটসম্যান সাইফের গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে সাইফের ছিটকে যাওয়ার খবর

সাইফের চোটের সূত্রপাত হয়েছিল ইন্দোর টেস্টেই বদলি ফিল্ডার হিসেবে স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি সেখানে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার শটে ক্যাচ ধরার সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান ব্যাটসম্যান মাঝের কয়েক দিনেও সেই চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি এখন পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তাকে

বিসিবির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পুরোপুরি সেরে ওঠার জন্য সাইফের পূর্ণ বিশ্রামে থাকা প্রয়োজন যে কারণে কলকাতা টেস্ট থেকে তাকে সরিয়ে নেয়া হয়েছে সাইফ ছিটকে যাওয়ায় এখন ইডেনে হয়তো ইমরুল-সাদমানের জুটিকেই দেখা যাবে ওপেনিংয়ে

এদিকে সাইফের পর চোটে পড়ার খবর এসেছে নাঈম হাসানেরও অনুশীলনের সময় মাথায় আঘাত পান স্পিনার পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নাঈমের চোট গুরুতর নয় বলেই জানা গেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫