ডব্লিউএসএর সঙ্গী ওয়ালটন

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 শান্তি উন্নয়নের জন্য ক্রীড়া স্লোগান নিয়ে কাজ করে জাতিসংঘের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স (ডব্লিউএসএ) বাংলাদেশের খেলাধুলা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলো ওয়ালটন গ্রুপ

গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠাটির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির জ্যেষ্ঠ উপদেষ্টা (এশিয়া প্যাসিফিক জোন) প্রফেসর . জাহিদ হক

প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স বাংলাদেশের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হালিম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক  এসএম জাহিদ হাসান, উদয় হাকিম, মো. তানভীর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, মো. কামরুজ্জামান অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫