সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

নিহত অন্তত ২

 সিরিয়ার অভ্যন্তরে ইরানি আল-কুদস বাহিনী দেশটির সরকারি বাহিনীর ঘাঁটিতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সিরিয়ার দিক থেকে ইসরায়েলে কয়েকটি রকেট ছোড়া হয় বুধবারের হামলাকে আগের দিনের হামলার জবাব বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) খবর রয়টার্স বিবিসি

ইসরায়েলি বিমান হামলায় দুজন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা অন্যদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের নিক্ষিপ্ত অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়ার কথা জানিয়েছে সংবাদ সংস্থা তবে হামলায় অনেক সাধারণ মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি

এদিকে মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে ছোড়া চারটি রকেট ভূপাতিত করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অন্যদিকে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের ওপর কেউ হামলা চালালে তাদের ওপর পাল্টা হামলা চালানোর বিষয়টি আমি আগেই স্পষ্ট করেছি আগের দিন আমাদের দিকে রকেট নিক্ষেপের জবাবে আজ (বুধবার) আমরা সিরিয়ায় দেশটির সরকারি সেখানে অবস্থানরত ইরানি আল-কুদস বাহিনীর ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছি

প্রসঙ্গত, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় কয়েকশ হামলা চালিয়েছে ইসরায়েল দেশটিতে ইরানি আল-কুদস বাহিনীর অবস্থান লেবাননের হিজবুল্লাহকে তেহরানের অস্ত্র সরবরাহের কারণে সেখানে উপর্যুপরি হামলা চালিয়ে আসছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ

এদিকে এক টুইটার বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যাভিচে আদর্যাই বলেন, আমাদের যুদ্ধবিমান সিরিয়ার কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমরা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনা, প্রধান প্রধান সামরিক দপ্তর, অস্ত্রাগার কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি

আদর্যাই বলেন, সিরিয়ায় যে ইরানি আল-কুদস বাহিনীর উপস্থিতি রয়েছে, গতকাল (মঙ্গলবার) সেখান থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে রকেটটা নিক্ষেপ তারই প্রমাণ ইরানি বাহিনীই ওই হামলা চালিয়েছে আমরা বারবার বলে আসছি, সিরিয়ায় ইরানি বাহিনীর উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা, অঞ্চলের স্থিতিশীলতা এবং খোদ সিরীয় সরকারের জন্য হুমকিস্বরূপ

অন্যদিকে সিরিয়ার ইরানি সামরিক ঘাঁটিতে হামলা চালালেও এর কাছাকাছি রুশ সামরিক ছাউনিতে হামলা চালায়নি ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে লড়া রুশ সামরিক বাহিনী গতকালের ইসরায়েলি হামলার সমালোচনা করেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫