সমগ্র ভারতে এনআরসি হবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই —অমিত শাহ

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 নাগরিকদের তালিকা বা জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) কাজ সমগ্র ভারতেই হবে এবং তা নিয়ে কারো উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এক ঘোষণায় তিনি বলেন, কোনো ধর্মের কাউকেই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই দেশটির নাগরিক তালিকায় সবাইকে জায়গা দিতে এনআরসি করা হচ্ছে খবর এনডিটিভি

বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ রাজ্যসভায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় আসামের এনআরসি সম্পন্ন হয়েছে সারা দেশে এনআরসি করা হবে তখন আসামে পুনরায় করা হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে কারো ভয় পাওয়ার কিছু নেই

চলতি বছরের মাঝামাঝিতে বিতর্কিত এনআরসির কাজ শুরু হয় আসাম প্রদেশে, যেখানে বাদ পড়ে প্রায় ১৯ লাখ বাসিন্দা সরকারি কর্মকর্তারা বলছেন, নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়াদের অধিকাংশই যথাযথ নথিপত্র উপস্থাপন করতে পারেননি নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের শিগগিরই অবৈধ ঘোষণা করবে না বলে আশ্বাস দেয় বিজেপি সরকার এনআরসি থেকে বাদ পড়া ভারতীয়রা ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেখানে ব্যর্থ হলে বিষয়টি নিয়ে আদালতেও যেতে পারবেন

অমিত শাহ বলেন, এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে যেতে পারেন আসাম রাজ্য সরকার তাদের আর্থিক সহায়তা দেবে

এর আগে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক সমাবেশে অংশ নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি হচ্ছে জাতীয় নিরাপত্তার বিষয় এবং কোনো দেশই এত বেশি অনুপ্রবেশকারী সঙ্গে নিয়ে মসৃণভাবে চলতে পারে না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫