ক্লাউডসিম্পল কিনল গুগল

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানি ক্লাউডসিম্পল অধিগ্রহণ করেছে। নেতৃস্থানীয় নিরাপদ, উচ্চ পারফরম্যান্স ডেডিকেটেড ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানটি অধিগ্রহণে কী পরিমাণ ডলার গুনতে হয়েছে, তার তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্স।

ক্লাউডসিম্পলবিএমওয়্যার ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার’-এর জন্য পরিচিত একটি নাম, যা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে করপোরেট নেটওয়ার্ক এবং ব্যবসায় সফটওয়্যার দক্ষতার সঙ্গে পরিচালনায় সহায়তা করে।

অধিগ্রহণ বিষয়ে গুগলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট রিচ সানজি বলেন, ক্লাউডসিম্পল অনেক আগে থেকেই আমাদের ব্যবসায় অংশীদার। অংশীদারিত্বের অংশ হিসেবে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলে আমরা সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ভিএমওয়্যার মাইগ্রেশন সলিউশন সেবা দিতে সক্ষম হব। পাশাপাশি গুগলের গ্রাহক সমর্থন আরো উন্নত হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫