টিমসের সক্রিয় ব্যবহারকারী ২ কোটি ছাড়িয়েছে

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ওয়ার্কপ্লেস মেসেজিং অ্যাপ টিমস, যা বিভিন্ন অফিসের কর্মীদের ব্যবহারের জন্য এনেছিল মাইক্রোসফট ইনকরপোরেশন। অ্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। গত জুলাইয়েও অ্যাপটির সক্রিয় ব্যবহারকারী ছিল কোটি ৩০ লাখ। খবর রয়টার্স।

মাইক্রোসফটের এক বিবৃতিতে গত মঙ্গলবার জানানো হয়, টিমস অ্যাপ এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। টিমস ব্যবহার করে অফিসের কর্মীরা নিজেদের মধ্যে চ্যাটিং, ফাইল শেয়ারিং, কল করা এবং ওয়েব ভিডিও কনফারেন্সের আয়োজন করতে পারেন। টিমস অ্যাপের ব্যবহারকারী বেড়ে যাওয়ার খবরেশেয়ারদর কমেছেপ্রতিদ্বন্দ্বী মেসেজিং অ্যাপ নির্মাতা স্ল্যাক টেকনোলজিস করপোরেশনের।

মাইক্রোসফটের দাবি, বেশকিছু বড় করপোরেট প্রতিষ্ঠান তাদের গ্রাহক হয়েছে। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে জেনারেল ইলেকট্রিক জার্মান বহুজাতিক সফটওয়্যার করপোরেশন এসএপি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫