এবার কল রেট ও ইন্টারনেট ডাটার দাম বাড়াচ্ছে রিলায়েন্স জিও

প্রকাশ: নভেম্বর ২১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ক্রমাগত লোকসানের মুখে এরই মধ্যে মোবাইল কল রেট ইন্টারনেট ডাটার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া ভারতী এয়ারটেল। এবার তালিকায় যুক্ত হলো দেশটির সবচেয়ে বড় অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কয়েক সপ্তাহের মধ্যে মোবাইল ট্যারিফ বাড়ানোর কথা জানিয়েছে জিও। খবর টাইমস অব ইন্ডিয়া।

এক বিবৃতিতে রিলায়েন্স জিও জানিয়েছে, মোবাইল কল রেট ইন্টারনেট ডাটায় ট্যারিফ বাড়ানোর জন্য অন্যান্য অপারেটরের মতো আমরাও সরকার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। আশা করা হচ্ছে, গ্রাহকদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে কয়েক সপ্তাহের মধ্যে কল রেট ইন্টারনেট ডাটার দাম যৌক্তিক পরিমাণে বাড়তে পারে।

ভারতের টেলিকম বাজারে মূল্যযুদ্ধের পেছনে জিওকে দায়ী করা হয়। তিন বছর আগে বাজার দখলের প্রয়োজনে প্রতিষ্ঠানটি কল রেট ডাটার দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দিয়েছিল। এতে জিওর গ্রাহক বেড়ে গেলেও অন্য কোম্পানিগুলো এখনো সে চ্যালেঞ্জ মোকাবেলা করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫