হাজারীবাগে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশ: নভেম্বর ২০, ২০১৯

বণিক বার্তা অনলাইন

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম বাহাদুর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নাদিম মাদক মামলার আসামি ছিলেন। আজ বুধবার (২০ নভেম্বর) ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেলের সামনে এই ঘটনা ঘটে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফীন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত নাদিম বাহাদুরের (৩৮) বাড়ি শরীয়তপুরে। ঢাকায় তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনের নয়টি মামলা রয়েছে।

নাজমুল আরেফীন বলেন, রাতে শিকদার মেডিকেলের সামনে চেকপোস্ট বসিয়ে র‌্যাবের তল্লাশি চলছিল। ভোর সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে কর্তব্যরত র‌্যাব সদস্যরা থামার সংকেত দেন। “কিন্তু মোটরসাইকেল আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। আরেকজন তখন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।”

আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ‘বেশকিছু’ মাদক উদ্ধার করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫