নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলা সমাপ্ত

প্রকাশ: নভেম্বর ২০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

আয়করে প্রবৃদ্ধি দেশ দশের সমৃদ্ধি, সমৃদ্ধির সোনালি দিন আনতে হলে আয়কর দিনস্লোগানে নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলা সমাপ্ত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ উপকর কমিশনার সার্কেল , -এর আয়োজনে এক আলোচনা সভার মাধ্যমে শুরু হয়ে আয়কর মেলা গতকাল বিকাল ৫টায় শেষ হয়।

নওগাঁ সার্কেল- সহকারী কর কমিশনার নজরুল ইসলাম জানান, চার দিনব্যাপী শুরু হওয়া আয়কর মেলার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। করদাতারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। প্রশাসন থেকে শুরু করে এখানে সর্বস্তরের মানুষের সব রকমের সহযোগিতা আমরা পেয়েছি। ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলায় করদাতাদের উপচেপড়া ভিড় ছিল। এই চার দিনে কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩২৫ টাকা কর আদায় করা হয়েছে। রিটার্ন দাখিলের সংখ্যা হাজার ৫৪৮টি, সেবা গ্রহণকারীদের সংখ্যা ১৫ হাজার ২২৯ জন, -টিআইএন ২৯২টি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫