বগুড়ায় রেলওয়ের অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: নভেম্বর ২০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 বগুড়ায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক দোকানঘর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বগুড়া শহরের সূত্রাপুর মৌজার স্টেশন সড়কের পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ

বগুড়া রেলওয়ের কর্মকর্তারা জানান, জেলা শহরের সূত্রাপুর মৌজার রেওলয়ের প্রায় সাড়ে চার একর জমি ইজারা দেয়া হয় এর মধ্যে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টকে দেয়া হয় প্রায় দুই একর আর দেড় একর জমি ২০১৭ সালে ১৫৮ জন সাধারণ মানুষের নামে ইজারা দেয়া হলেও ইজারা প্রদানের প্রায় কোটি টাকা সরকারিভাবে পরিশোধ করা হয়নি নিয়ে পরে তিন দফা চিঠি দিলেও ইজারাদাররা কোনো সাড়া না দেয়ায় ইজারা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ আর রেলের জায়গায় থাকা ইজারাদারের ব্যানারে ইটের গাঁথুনি, অ্যাঙ্গেল টিনশেড দিয়ে নির্মাণ করা ঘর ভেঙে ফেলা হয়েছে এর আগে সিদ্ধান্ত অনুয়ায়ী এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার চালানো হয় বলে দাবি করেন রেলওয়ের কর্মকর্তারা

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের স্টেট অফিসার রেজাউল করিম জানান, অবৈধভাবে রেলওয়ে সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচলনা করা হচ্ছে অভিযান অব্যাহত থাকবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫