‘সেফটি সবার জন্য’ উদ্যোগ

১৫ হাজার হেলমেট বিতরণ করেছে সহজ

প্রকাশ: নভেম্বর ২০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক নিশ্চিতে বছরব্যাপীসেফটি সবার জন্যউদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে সহজ রাইড। উদ্যোগের অংশ হিসেবে চলতি বছর ১৫ হাজারের বেশি হেলমেট বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। সেফটি সবার জন্য প্রচারণার অংশ হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে সড়ক নিরাপত্তা নতুন আইন নিয়ে এক মতবিনিময় সভায় তথ্য জানায় সহজ রাইড।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহজ রাইডের হেড অব রাইড আদনান খান। তিনি বলেন, হেলমেট বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, যেমন রাইডারদের চক্ষু পরীক্ষা, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক সম্পর্কে ধারণা দেয়া, ম্যাপ বিষয়ক প্রশিক্ষণসহ বেশকিছু কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সহজ। শুধু তা- নয়, পথচারী যাত্রীসহ সড়কে চলাচলকারী সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ, ট্রাফিক আইন মানতে উৎসাহ দেয়ার মতো বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে সহজ। নিরাপত্তার বিষয়ে সবাইকে বিশেষ করে তরুণদের আরো সম্পৃক্ত করতে সম্প্রতি সহজ নিয়ে এসেছেসহজ সেফটি ম্যান’, যিনি সবসময় সেফটি নিয়ে কথা বলেন এবং নানা ধরনের নিরাপত্তামূলক কার্যক্রমে উৎসাহ দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫