২২ গেম নিয়ে বাজারে গুগল স্টেডিয়া

প্রকাশ: নভেম্বর ২০, ২০১৯

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাজারে এসেছে গুগলের গেমিং স্ট্রিমিং প্লাটফর্ম স্টেডিয়া। শুরুতে ১২টি গেম নিয়ে যাত্রার কথা থাকলেও পরে মত বদলে ফেলে গুগল কর্তৃপক্ষ। স্টেডিয়ায় গেমসপ্রেমীদের জন্য যুক্ত করা হয়েছে ২২টি গেম। তালিকায় রয়েছে গিল্ট, টম্ব রাইডার, ডেসটিনি -এর মতো জনপ্রিয় সব গেম। ল্যাপটপ, টিভি, গুগলের পিক্সেল ফোন এবং ক্রোম অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটে ব্যবহার করা যাবে স্টেডিয়া। গতকাল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্সসহ ১৪ দেশে চালু হয়েছে স্টেডিয়া। পরবর্তী সময় এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে গুগলের। নেটফ্লিক্স যেমন অনলাইন কনটেন্ট প্লাটফর্ম হিসেবে পরিচিত, তেমনি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় গেমিং প্লাটফর্ম হিসেবে স্টেডিয়া পরিচিতি লাভ করবে বলে মনে করছে গুগল। সূত্র: এনডিটিভি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫