দুই পাড়ার বিরোধ

মিরসরাইয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ ৪২ শিশুর

প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি মিরসরাই

 চট্টগ্রামের মিরসরাইয়ে দুই পাড়ার মধ্যে বিরোধের জেরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে ৪২ শিশু শিক্ষার্থীর সদর ইউনিয়নের তালবাড়িয়ার রিজার্ভ পাড়া চৌধুরী পাড়ার মধ্যে বিরোধ সমাধানে বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো ফল হয়নি অবস্থায় চৌধুরী পাড়ার অভিভাবকরা তাদের শিশুদের রিজার্ভ পাড়ার মধ্যম তালিবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে আসতে দিচ্ছেন না

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর রিজার্ভ পাড়ার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ বিয়ের চেষ্টা করেন চৌধুরী পাড়ার বিষ্ণু কুমার ত্রিপুরা (১৯) নামে এক যুবক ঘটনায় বিষ্ণু ত্রিপুরার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা হয় এর পরই দুই পাড়ার অধিবাসীদের মধ্যে বিরোধ দেখা দেয় এরপর থেকেই চৌধুরী পাড়ার ৪২ শিশু শিক্ষার্থীকে রিজার্ভ পাড়ার খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিচ্ছেন না তাদের অভিভাবকরা

মিরসরাই শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে মোট ৯১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু শিক্ষার্থী পড়াশোনা করে মূলত বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক প্রথম শ্রেণীর পাঠদান করা হয়

মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামিনা আক্তার বলেন, কয়েক দিন ধরে চৌধুরী পাড়ার ৪২টি শিশু স্কুলে আসা বন্ধ করে দিয়েছে আমি গত বৃহস্পতিবার চৌধুরী পাড়ায় গিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি কিন্তু তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে রাজি হয়নি বিষয়টি আমি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে জানিয়েছি

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি সুরেন্দ্র ত্রিপুরা বলেন, আমি কয়েক দিন ধরেই আপ্রাণ চেষ্টা করেছি, যাতে ওই শিশুরা বিদ্যালয়ে আসে কিন্তু অভিভাবকরা আমার অনুরোধ শোনেননি

বিষয়ে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে না যাওয়ার বিষয়টি আমার জানা নেই তাছাড়া এটি একটি বেসরকারি বিদ্যালয় তার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি হয়তো এর সমাধানে পদক্ষেপ নিতে পারেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫