রেকর্ড ভাঙার অঙ্গীকার রোনালদোর

প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৯

রেকর্ড ভাঙা আর গড়াই যার নেশা তাকে রুখবে কে? বর্ণাঢ্য ক্যারিয়ারে বহু রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ভাঙতে চান জুভেন্টাস ফরোয়ার্ড ইউরো বাছাই পর্বে রোববার লুক্সেমবার্গের বিপক্ষে লক্ষ্যভেদের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৯৯তম গোল করেন রোনালদো এখন তার চোখ ১০৯ গোলের রেকর্ডটা ভাঙায়

পর্তুগাল সহজ জয়ে ইউরোর মূল পর্বে জায়গা করে নিয়েছে বি গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে যাচ্ছে তারা শীর্ষ দল ইউক্রেনের পয়েন্ট ২০, পর্তুগালের ১৭ এদিন রোনালদো শিরোনামে গোলের কারণে ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরি করতে আর একবার লক্ষ্যভেদ করতে হবে তাকে ইরানের আলি দায়েইর ১০৯ গোলের বিশ্বরেকর্ড ভাঙতে রোনালদোকে করতে হবে আর ১০ গোল চলতি বছর পর্তুগালের জার্সিতে ১৪ গোল করা রোনালদো রেকর্ডের হাতছানি নিয়ে বলেন, সব রেকর্ড অবশ্যই ভেঙে যাবে এবং আমি ওই রেকর্ডকে পদানত করব

১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোকে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন আরেকটি আন্তর্জাতিক বিরতি রয়েছে

ক্লাব জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ৩৪ বছর বয়সী রোনালদো পর্তুগালের হয়ে নয়টি হ্যাটট্রিক রয়েছে তার বৃহস্পতিবার লিথুয়ানিয়ার বিপক্ষে করেছেন নবম হ্যাটট্রিকটি

এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মিশন শেষ করল ফ্রান্স তুরস্কের (২৩ পয়েন্ট) চেয়ে এগিয়ে থাকতে জিততে হবে ফরাসিদের (২৫ পয়েন্ট), চ্যালেঞ্জে দিদিয়ের দেশমের দল - গোলে হারায় আলবেনিয়াকে মিনিটে কোরেন্তিন তোলিসো ৩১ মিনিটে আতোয়াঁ গ্রিজম্যান গোল করেন এদিন মলদোভাকে - গোলে হারিয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল আইসল্যান্ড তুরস্ক - গোলে হারায় অ্যান্ডোরাকে

জয় দিয়ে বাছাই মিশন শেষ করল ইংল্যান্ড পরশু রাতে কসোভোর মাঠে - গোলের সহজ জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে গ্যারেথ সাউথগেটের দল ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক রিপাবলিক, যারা - গোলে হেরেছে বুলগেরিয়ার কাছে বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫