রাবার বুলেট, টিয়ার গ্যাসে বিশ্ববিদ্যালয়ে কোণঠাসা বিক্ষোভকারীরা

গ্রেফতার ও ধরপাকড় হংকং পুলিশের

প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের অবরুদ্ধ অবস্থা থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন শতাধিক বিক্ষোভকারী হংকংয়ের ওই পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান ছেড়ে যাওয়ার সময় পুলিশের টিয়ার গ্যাস রাবার বুলেটের মুখোমুখি হন পুলিশের সঙ্গে উত্তপ্ত রাতের পর গতকাল তৃতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় ত্যাগের চেষ্টা চালান বিক্ষোভকারীরা খবর বিবিসি

গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে লড়াই ক্ষেত্রে পরিণত হয়েছে কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে প্রায় অচল হয়ে পড়েছে বাণিজ্যনগরীটি তবে সাম্প্রতিক সময়ে হংকং বিক্ষোভে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে কিছুদিন ধরে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে পুলিশ

কয়েকদিন ধরেই হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছেন বিক্ষোভকারীরা রোববার নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পেট্রল বোমা, ইট তীর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা পুলিশের টিয়ার গ্যাস জলকামানের জবাব দেন

বিক্ষোভ যেভাবে ছড়ায়: সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসের দখল নিতে পুলিশ অগ্রসর হলে বিক্ষোভকারীদের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষের সূত্রপাত হয় একপর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের দিকে পেট্রল বোমা ছুড়লে ক্যাম্পাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিছুক্ষণ সংঘর্ষ চলার পর পুলিশ পিছু হটে ক্যাম্পাসের ভেতরে এখনো শত শত বিক্ষোভকারী রয়েছে বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে রাখা শিক্ষার্থীদের রোববার সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হলেও অনেকে এখনো ক্যাম্পাসে রয়েছেন

পুলিশের মুখপাত্র লুইস লাউ এক ফেসবুক পোস্টে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, তারা যদি পুলিশের দিকে পেট্রল বোমা, তীরের মতো বিপজ্জনক অস্ত্র ছোড়া অব্যাহত রাখে; তাহলে গুলিবর্ষণ ছাড়া পুলিশের সামনে আর কোনো পথ থাকবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে বিক্ষোভকারীদের ক্যাম্পাস ত্যাগের আহ্বান জানিয়েছে

একসময়ের ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের নিয়ন্ত্রণে আসে এক দেশ, দুই নীতি অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে নগরীটি অঞ্চলটির নিজস্ব বিচার আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন গত জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয় আন্দোলনকারীদের আশঙ্কা, ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে লাখো মানুষের উত্তাল মুখে একপর্যায়ে ওই বিলকে

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫