মালদ্বীপের প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ বিচারপতির অপসারণ

প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 মালদ্বীপের প্রধান বিচারপতি এক জ্যেষ্ঠ বিচারপতিকে অপসারণ করল দেশটির আইনপ্রণেতারা দেশটির বিচার বিভাগকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় সরকার অবশ্য স্বাধীন বিচার বিভাগের ওপর হামলা হিসেবে দেখছে বিরোধীরা খবর রয়টার্স

মালদ্বীপের আইনপ্রণেতারা বলছেন, তারা সংসদের নিয়োগকৃত একটি বিচার বিভাগীয় পর্যবেক্ষক দলের সুপারিশক্রমে বিচারকদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে অপসারিত বিচারকরা দেশের সংবিধান লঙ্ঘনের পাশাপাশি সংসদীয় ক্ষমতা জবরদখল করেছেন অবশ্য অপসারিত প্রধান বিচারপতি আহমেদ আবদুল্লাহ দিদি বিচারক আদম মোহাম্মদ আবদুল্লাহ কিংবা তাদের দপ্তর থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি

২০১৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আইনের শাসন জোরদার এবং দেশটির প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করার অঙ্গীকার করেছিলেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ তবে দায়িত্ব গ্রহণের দুই মাস পরই জ্যেষ্ঠ বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত পরিচালনায় একটি জুডিশিয়াল সার্ভিস কমিশন চালু করেন গত মাসে ওয়াচডগটি জানায়, জ্যেষ্ঠ বিচারপতিদের বিরুদ্ধে তারা ১৭টি ঘটনায় সংবিধান সংসদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫