ফ্রান্সে সেতু ভেঙে একজনের প্রাণহানি

প্রকাশ: নভেম্বর ১৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে একটি সেতু ধসে এক কিশোরী প্রাণ হারিয়েছে সেতু ভেঙে একটি গাড়ি, একটি ট্রাক নদীতে পড়ে যায় দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করা হলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে খবর এএফপি

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তার্ন নদীর সেতুর ওপর দিয়ে গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে এতে সম্ভবত তিনটি গাড়ি নিচের খরস্রোতা নদীতে পড়েছে দুর্ঘটনার পর উদ্ধারকারীরা পানি থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছেন তবে তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে যায় জীবিতদের উদ্ধারে ডুবুরিসহ ৬০ জনের বেশি উদ্ধারকর্মী ৪০ জন পুলিশ কাজ করছেন তবে ট্রাকচালক এবং ওপর একটি গাড়ির চালক নিখোঁজ রয়েছেন

১৯৩০ সালে নির্মিত সেতুটি ১৯ টন ভার বহনে সক্ষম এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি নিয়মিতই পরীক্ষা করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫