শাকিব খানের বাসায় রাজউকের অভিযান

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

বণিক বার্তা অনলাইন

রাজধানীর নিকেতন এলাকায় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের নির্মাণাধীন একটি বাসায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নির্মাণাধীন ১০ তলা ভবনটিতে নকশা বহির্ভূত অতিরিক্ত অংশ অপসারণে এ অভিযান চালানো হয়।

নিকেতন এলাকার ই ব্লকের রোড ৬ এর এক নম্বর হোল্ডিংয়ের নির্মাণাধীন ভবনটিতে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন ৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ রাজউকের কর্মকর্তারা।

ভবনটির বর্তমানে দায়িত্বে থাকা শাকিব অন্য সাইডের ম্যানেজার সম্রাট হোসেন জানান, রাজউক এসে জরিমানা করার পর এই ভবনটির যিনি দায়িত্বে ছিলেন (ম্যানেজার) তাকে নিয়ে গেছে রাজউকের কর্মকর্তারা।

রাজউকের সহকারী পরিচালক আতিকুর রহমান এর আগে জানিয়েছিলন নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে আজ দিনব্যাপী নিকেতন এলাকায় রাজউকের অভিযান চলবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫