কর্মশালায় বক্তারা

পানিদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

পানিদূষণ বৃদ্ধির কারণে চাহিদা অনুযায়ী নিরাপদ পানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ছে। দেশের ৪১ শতাংশ জনগোষ্ঠী অনিরাপদ উৎসের পানি পান করে। এ অবস্থায় পানির ব্যবহার ও দূষণ রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। গতকাল রাজধানীতে কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ডিসিমিনেশন ওয়ার্কশপ অন ভ্যালুইং ওয়াটার শীর্ষক কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে পানিসম্পদ মন্ত্রণালয়, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।। এমসিসিআইয়ের গুলশান কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এবং এমসিসিআই সভাপতি নিহাদ কবির। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এমসিসিআই সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

কর্মশালায় পানির মূল্যায়ন নিয়ে একাধিক উপস্থাপনা পেশ করেন সংশ্লিষ্টরা। কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে উপস্থাপনা পেশ করেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রকল্পসংশ্লিষ্ট জেনিফার এম গুল্যান্ড এবং মিস বদরুন নাহার। এ সময় তারা সঠিক ব্যবহারের মাধ্যমে পানির মূল্যায়ন নিশ্চিত করার তাগিদ জানান। কর্মশালায় আরো উপস্থাপনা পেশ করেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রকিবুল আমিন এবং কোকা-কোলা বাংলাদেশের সিইও অজয় বাথিজা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫