পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নুডলসই কাল হলো চীনা শ্রমিকের

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে (বিসিপিসিএল) সহকর্মীর ছুরিকাঘাতে এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম ফ্যাং লিউ জুন। হত্যাকারী শ্রমিকও চীনা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিসিপিসিএলের ম্যানেজার, ফ্যাসিলিটি শহীদুল্লাহ ভূইয়া জানান, নুডলস খাওয়া নিয়ে দুই চীনা শ্রমিক সং জিয়াং (৩২) ও ফ্যাং লিউ জুনের (৩৬) মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সং জিয়াং তার প্রতিপক্ষের পেটে ছুরি ঢুকিয়ে দেন। অন্য শ্রমিকরা ফ্যাং লিউকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ পটুয়াখালী মর্গে পাঠায় পুলিশ।

এদিকে গতকাল সকালে ঘাতক শ্রমিক সং জিয়াংকে আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক চীনা শ্রমিককে আটক করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫