সাংবাদিক শিমুল হত্যা মামলা

জামিন পেলেন প্রধান আসামি বহিষ্কৃত মেয়র মিরু

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু জামিন পেয়েছেন। উচ্চ আদালতের আদেশে গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম।

মিরুর ছোট ভাই হাফিজুর রহমান পিন্টু বলেন, প্রায় দুই বছর সাড়ে নয় মাস হাজতবাসের পর হাইকোর্টের একটি বেঞ্চ গত ১২ নভেম্বর মিরুকে জামিন দেন। কাগজপত্র পৌঁছার পর রাজশাহী কারা কর্তৃপক্ষ গতকাল তাকে জামিনে মুক্ত করে দেয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু

গ্রুপের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল

হাকিম শিমুল। এ ঘটনার পর ৬ জানুয়ারি ঢাকা থেকে মিরুকে গ্রেফতার করে পুলিশ। নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন মিরুসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলাটি বর্তমানে রাজশাহীর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫