এফবিসিসিআই ও ফিনপার্টনারশিপের যৌথ উদ্যোগে সেমিনার

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

বাংলাদেশের সঙ্গে শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, নবায়নযোগ্য শক্তি, টেকসই বনায়ন ও কৃষি খাতে বিনিয়োগ এবং যৌথ অংশীদারিত্বের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড।

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এফবিসিসিআই ও ফিনপার্টনারশিপের যৌথ উদ্যোগে গতকাল স্থানীয় এক হোটেলেডুয়িং বিজনেস উইথ ফিনল্যান্ড শীর্ষক এক সেমিনারে এ আগ্রহ দেখায় সফররত ফিনল্যান্ড বাণিজ্য প্রতিনিধি দল।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। সেমিনারে এফবিসিসিআই সভাপতি তার বক্তব্যে বাংলাদেশের স্থিতিশীল ম্যাক্রো-ইকোনমিক প্রবৃদ্ধিসহ গত কয়েক দশকে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার চিত্র তুলে ধরেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫