হংকং আন্দোলন : ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের তীর নিক্ষেপ

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতকাল পুলিশের মোকাবেলায় তীর নিক্ষেপ করেছে। এছাড়া ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বিক্ষুব্ধ ছাত্ররা পেট্রলবোমাও নিক্ষেপ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের উপর্যুপরি তল্লাশি, কাঁদানে গ্যাস জলকামান থেকে এক ধরনের নীল তরল নিক্ষেপের জবাবে এসব ছিল বিক্ষোভকারীদের পাল্টা পদক্ষেপ। খবর রয়টার্স।

হংকংয়ের ওই বিশ্ববিদ্যালয়ে গতকাল দিবাগত পুরো রাত পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলমান হংকং বিক্ষোভ গতকাল সহিংসতার তুঙ্গে ওঠে। গতকালের সংঘর্ষে এক লিয়াজোঁ অফিসারের পায়ে তীরবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে হংকং পুলিশ। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ধাতুর একটি বল অন্য আরেক অফিসারের মুখে আঘাত হানারও কথা জানিয়েছে পুলিশ। তবে তার মুখে মুখোশ থাকায় তিনি আঘাত পাননি।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাড়া শহরটির মং কক ডিস্ট্রিক্টের নাথান রোডে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রচুর কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। প্রসঙ্গত, চলমান হংকং বিক্ষোভে এলাকা বারবার অস্থির হয়ে উঠতে দেখা গেছে।

কাউলুন ডিস্ট্রিক্টের কেন্দ্রে অবস্থিত ওই পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা শনিবার রাতভর অগণিত পেট্রলবোমা ছোড়ায় আশপাশের এলাকার আকাশ সারা রাত প্রজ্বলিত থাকতে দেখা গেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উঁচু বিভিন্ন ব্রিজের ওপর অবস্থান নেয়া ছাত্রদের তাড়াতে উপর্যুপরি কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে হংকং পুলিশকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫