বৃষ্টিতে বিপর্যস্ত ইতালি

প্রকাশ: নভেম্বর ১৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

রাতভর বৃষ্টিতে রোববার বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির কয়েকটি শহর। ভারি বৃষ্টিপাতের কারণে এসব শহরে জারি করা হয়েছে উচ্চসতর্কতা। খবর রয়টার্স।

অন্যদিকে কয়েকদিন ধরে জলাবদ্ধ ভেনিসবাসীকে গতকাল পার করতে হয়েছে আরেকটি ভয়াবহ দিন। পর্যটনমুখর শহর গতকালও উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়।

প্রসঙ্গত, ইউরোপের বিখ্যাত শহরটি গত মঙ্গলবার ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ প্লাবিত হয়। এদিকে শহরটি আজ দুপুরে স্থানীয় সময় ১২টার সময় ১৬০ সেন্টিমিটার ( দশমিক ২৫ ফুট) পানির নিচে তলিয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

অন্যদিকে দেশটির ফ্লোরেন্স পিজা শহর দুটিও পার্শ্ববর্তী অ্যারনো নদী খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারি বর্ষণের কারণে রাতে দ্রুত শহর দুটি নদীর জলে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে শনিবার ভেনিসের মেয়র লুইজি ব্রুঙ্গনারে বলেন, শিগগিরই আমাদের শহর আরেকটিভয়াবহ দিনেরমুখোমুখি হতে যাচ্ছে। তবে এবারের পরিস্থিতি মঙ্গলবারের মতো এতটা করুণ হবে না বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫