ময়মনসিংহে পেঁয়াজের বাজারে পুলিশ, কেজিতে কমলো ৫০ টাকা

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে। রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ নগরের মেছুয়া বাজার এলাকার পেঁয়াজের আড়ত ও খুচরা বাজারে অভিযান চালান জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন (অতিরিক্ত ডিআইজি)। পুলিশের অভিযান দেখেই প্রতি কেজিতে সঙ্গে সঙ্গেই ৫০ টাকা কমিয়ে ১৭০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করে দেয় ব্যবসায়ীরা।

পুলিশ সুপার পেঁয়াজ আড়ৎগুলোতে ও খুচরা বাজার নিয়ন্ত্রণে সতর্কতামূলক প্রচার অভিযান পরিচালনা করেন। এ সময় পাইকারি ও খুচরা বাজারের দোকানগুলোতে গিয়ে পেঁয়াজের দরের বিষয়ে খোঁজ ও দাম যাচাই করেন পুলিশ সুপার। তিনি প্রতিটি ব্যবসায়ীকে অতিরিক্ত দাম না রাখার ব্যাপারে সাবধান করে। কেউ অতিরিক্ত মুনাফা করলে তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।

এসময় ডিএসবির ডিআইওয়ান মোখলেছুর রহমান, ওসি কোতোয়ালি মাহমুদুল ইসলাম, ওসি ডিবি শাহ কামাল আকন্দ, ২ নং পুলিশ ফাঁড়ির এস.আই ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘সতর্ক ও সচেতনতা তৈরি করতেই আমরা অভিযান চালাচ্ছি। শুধু জেলা শহরে নয়, এমন অভিযান চলবে উপজেলা ও গ্রাম পর্যায়ের হাটবাজারগুলোতেও।’

পেঁয়াজের অব্যাহত মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার মেছুয়া বাজারের আড়তে অভিযানে নামেন। 

ব্যবসায়ীরা জানান, তারা পাইকারি বাজার থেকে ১৭০ টাকা কেজিতে পেঁয়াজ ক্রয় করেন। এ সময় ব্যবসায়ীরা ২২০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। এক কেজি পেঁয়াজে ব্যবসায়ীরা লাভ করছিলেন ৫০ টাকা। 

পরে সাংবাদিকদের বলেন, পেঁয়াজ নিয়ে কেউ সিন্ডিকেট করলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে গোয়েন্দা পুলিশ কাজ করছে। তারা সব তথ্য সংগ্রহ করছে। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। সাবধান করা হয়েছে ব্যবসায়ীদের। এরপর অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে এ ব্যাপারে সজাগ হওয়ার অনুরোধ করেন। 

ব্যবসায়ীরা বলেন, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। সরবরাহ বাড়লে দামও কমে যাবে। 

এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালামসহ ভোক্তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫