ট্রেন দুর্ঘটনায় ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে —রেলপথমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

ট্রেন দুর্ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে গতকাল চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন ট্রেনে নাশকতা অতীতেও হয়েছে ট্রেন দুর্ঘটনা নাশকতা কিনা তা নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এছাড়া সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে সেক্ষেত্রেও ব্যবস্থা নেয়া হবে

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, সামর্থ্যবান প্রত্যেক মানুষের আয়কর দেয়া উচিত এতে উপার্জিত টাকা হালাল থাকে দেশকে উন্নয়ন করার জন্য আয়কর দিতে হবে সরকারের কাছ থেকে সুবিধা নেব, আর আয়কর দেব না; এটা কন্ট্রাডিকটরি বিশ্বের উন্নত দেশগুলোয় আয়কর দেয়ার প্রতিযোগিতা চলে

তিনি বলেন, দেশের জনগণের আয়করের টাকা দিয়ে সরকার বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে আমরা আয়কর দিয়ে সরকারকে সহযোগিতা করব আর সরকার দেশের উন্নয়ন করবে

উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-২০ পঞ্চগড় আয়কর মেলার আয়োজন করে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সময় অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫