১৮-তেই রেকর্ড রুয়েলের

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের তৃতীয় ম্যাচেই ইতিহাস গড়লেন সিলেটের পেসার রুয়েল মিয়া জাতীয় ক্রিকেট লিগে গতকাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১৮ বছর বয়সী রুয়েল ২৬ রানে উইকেট নিয়ে বাংলাদেশী পেসারদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন

রুয়েলের অনবদ্য বোলিংয়ে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট করে সিলেট প্রথম স্পেলে দুটি দ্বিতীয় স্পেলে আগুন ঝরানো বোলিংয়ে উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে বিধ্বস্ত করেন তিনি রুয়েল ভেঙেছেন সাবেক পেসার তালহা জুবায়েরের রেকর্ড ২০১২ সালে রংপুর বিভাগের বিপক্ষে ৩৫ রানে উইকেট নিয়েছিলেন ঢাকা মেট্রোর হয়ে খেলা তালহা

রুয়েলের খুনে বোলিংয়ের সামনে চট্টগ্রামে কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি সর্বোচ্চ ২১ রান করে আসে তাসামুল হক ইরফান সুক্কুরের ব্যাট থেকে জবাবে সিলেট উইকেটে ১৮৬ রান নিয়ে ষষ্ঠ শেষ রাউন্ডের প্রথম দিন মাঠ ছাড়ে ইরফান হোসেন ৭৬ রানে চার উইকেট নেন

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫