বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 নতুন আঙ্গিকে সাতটি দল নিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হয়ে গেল টুর্নামেন্টের লোগো উন্মোচনও লোগো উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তিনি জানান, আগামী ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শুরু হবে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে অংশগ্রহণকারী সাত দলের নামও আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট যেখানে ৪৩৯ জন বিদেশী এবং ১৮১ জন দেশীর পুল থেকে স্কোয়াড গঠন করতে পারবে দলগুলো

বিসিবি আয়োজিত বিপিএলের এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ড্রাফটে প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে চার দেশীকেমুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা মাহমুদউল্লাহ ক্যাটাগরিতে বাংলাদেশী মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক মোহাম্মদ মিঠুন বিদেশীদের মধ্যে প্লাস ক্যাটাগরিতে আছেন শহীদ আফ্রিদি, রাইলি রুশো, মোহাম্মদ নবি, হাসান আলী, শোয়েব মালিক, মুজিব উর রহমান, ক্রিস গেইল, থিসারা পেরেরা, ড্যারেন ব্রাভো, ডোয়াইন স্মিথ ডেন ভিলাস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫