এসিসি ইমার্জিং কাপ

সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে হারাল বাংলাদেশ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 ইন্দোর টেস্টে মূল দলের ভরাডুবি হলেও এসিসি ইমার্জিং কাপে ভারতকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ সৌম্য সরকার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড়েই মূলত বড় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল সাভারের বিকেএসপিতে আরমান জাফরের ব্যাটে ২৪৬ রানে অলআউট হয় ভারত জবাবে ৪৭ বল উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানেই অবশ্য প্রথম উইকেট হারায় বাংলাদেশ ১৪ রান করে সৌরভ দুবের শিকার হন ভারতে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে আলো ছড়ানো ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে জুটি গড়েন শান্ত তবে নামে সৌম্য-শান্ত হলেও ব্যাট হাতে এদিন মোটেই তেমন ছিলেন না দুজন দ্বিতীয় উইকেটে ঝড় তুলে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন তারা ২২. ওভারে বাংলাদেশের রান যখন ১৫৯, তখন ফেরেন সৌম্য সিদ্ধার্থ দেসাইয়ের বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬৮ বলে ৭৩ রান দলীয় ২০১ রানে শতকের কাছাকাছি গিয়ে ফেরেন শান্ত ৮৮ বলে ১৪ চার দুই ছক্কায় ৯৪ রান করেন তিনি এরপর ২১ রান করে ইয়াসির আলী ফিরলেও ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন আফিফ হোসেন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮৮ রানে উইকেট হারিয়ে ফেলে সফরকারী ভারত সেখান থেকে আরমান ভিনায়ক গুপ্তার ব্যাটিংয়ে ২১৩ রানে যায় দলটি ৪০ রান করা ভিনায়ককে ফেরান সৌম্য এরপর দ্রুত উইকেট হারানো ভারত ২৪৬ রানেই থেমে যায় ৯৮ বলে ১০৫ রান করে ভারতের লড়াকু সংগ্রহ গড়ার পথে অবদান রাখেন আরমান উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সুমন খান ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলনায়ক শান্ত


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫